Template:প্রধান পাতা/লেখক/১

From Wikispecies
Jump to navigation Jump to search

জোসে ভিনসেন্টে বারবোজা ডু বোকাজে (১৮২৩-১৯০৭)

একজন পর্তুগিজ প্রাণীবিদ্যাবিদ ও রাজনীতিবিদ। তিনি লিসবন ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের প্রাণীবিদ্যার কিউরেটর ছিলেন। মিউজিয়ামে তার কাজ সংগ্রহ করা, বর্ণনা করা এবং সমন্বয় করা ছিল। এগুলোর মধ্যে অনেকগুলোই অ্যাঙ্গোলা, মোজাম্বিক ইত্যাদির মতো আফ্রিকার পর্তুগিজ উপনিবেশ থেকে এসেছে। তিনি স্তন্যপায়ী প্রাণী, পাখি ও মাছের উপর ২০০টিরও বেশি শ্রেণীবিন্যাস সংক্রান্ত কাগজপত্র প্রকাশ করেছেন। ১৮৮০-এর দশকে তিনি পর্তুগালের নৌবাহিনীর মন্ত্রী এবং পরে পররাষ্ট্র মন্ত্রী হন। লিসবন মিউজিয়ামের প্রাণিবিদ্যা সংগ্রহকে তার সম্মানে বোকাজ মিউজিয়াম বলা হয়। তিনি অনেক নতুন প্রজাতি শনাক্ত করার জন্য কাজ করেন, যা তিনি তাদের খুঁজে পাওয়া প্রকৃতিবিদের অনুসারে নামকরণ করেছিলেন।